Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Blog Post

বিশ্ব গণমাধ্যমেও শিশিরের সংবাদপাঠ

April 9, 2021 বাংলা
বিশ্ব গণমাধ্যমেও শিশিরের সংবাদপাঠ

কয়েক দিন ধরে দেশের সবচেয়ে আলোচিত নাম বোধহয় তাসনুভা আনান শিশির। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার (রূপান্তরিত) নারী হিসেবে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠ শুরু করছেন তিনি। তার এমন অভূতপূর্ব সাফল্যে দেশের সীমানা ছাড়িয়ে প্রশংসার জোয়ার বইছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।

গত ২৪ ঘণ্টায় শিশিরকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডনের মতো জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে ‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ রিডার মেকস ডেব্যু’। হয়রানি ও হামলার শিকার, আত্মহননের চেষ্টা করা একটি মানুষ কীভাবে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠক হলেন, সেই ঘটনা তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ রিডার টেকস টু দ্য এয়ারওয়েভ ‘’। তারা বলেছে, সফলভাবে প্রথমবার সংবাদপাঠ শেষ করেই দৃঢ়চিত্তের এ নারীও সহকর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তবে সেটি দুঃখের নয়, ছিল বহুদিনের স্বপ্নপূরণের খুশির কান্না।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট সফলভাবে প্রথমবার সংবাদপাঠ শেষ করায় শিশিরের ভূয়সী প্রশংসা করেছে। শিরোনামে তারা লিখেছে, ‘‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ অ্যাংকর প্রেইজড ফর পারফেক্ট ডেব্যু’’।